
আসসালামুয়ালাইকুম। প্রথমেই আন্তরিকতার সাথে বলে নিচ্ছি, নিচের লিখাগুলো আমার একান্ত ব্যাক্তিগত মতামতের ওপর ভিত্তি করে লেখা। কাউকে উদ্দেশ্য করে অথবা ব্যাক্তিগত ভাবে আক্রমন করার জন্য নয়। তারপরেও যদি কারও মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
জানিনা আপনি কে বা কি করছেন। আপাতত ধরে নিচ্ছি, আপনি একজন অভিবাবক বা শিক্ষার্থী। তা না হলে একজন পেশাজীবী অথবা চাকুরী খুঁজে বেড়াচ্ছেন নিজের পায়ে দ্বারাবার জন্য।
আপনি যে বা যাই হন না কেন, ফ্রিল্যান্সিং কথাটি আপনাদের কাছে নতুন হবার কথা নয় (আমার বিশ্বাস)।
[প্লিজ ১ মিনিট – শুধু তারাই পরবেন যারা জানেন না ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং হচ্ছে এক কথায় অনলাইনের মাধ্যমে ঘরে বসেই অন্যের (দেশে অথবা দেশের বাইরের) কোন কাজ করে দেয়ার মাধ্যমে টাকা উপার্জন করা]লেখার এই পর্যন্ত এসে যাদের ধৈর্য হারিয়ে যাচ্ছে, আপনাকে অনুরধ করবো বাকিটুকু না পড়ে সোজা অন্য কোন কাজে চলে যেতে পারেন। হয়তোবা পোস্টটি আপনার জন্য নয় (দুঃখিত)।
যাক বেশি কথা না বাড়িয়ে, মূল আলোচনায় ফেরা যাক। কিছু প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরছিঃ
১) ফ্রিল্যান্সিং আসলে কাদের জন্য এবং কি কি প্রয়োজন? (পর্ব ২)
২) ফ্রিল্যান্সিং কেন করবেন? (পর্ব ৩)
৩) ফ্রিল্যান্সিং কিভাবে করবেন? (পর্ব ৪)
৪) ফ্রিল্যান্সিং নিয়ে যত ভাবনা। (পর্ব ৫)
আশা রাখি, আমাদের ধারাবাহিক পোস্ট এর পরবর্তী পর্ব – ২ টি মনোযোগ দিয়ে পরবেন।
আজকের জন্য এ পর্যন্তই। আর আমাদের সাথে থাকতে চাইলে পেইজে একটি লাইক, শেয়ার অথবা কমেন্ট করতে ভুলবেন না।
আল্লাহ আমাদের সহায় হউন।